প্রথম পাতা খবর কলকাতায় ৩০টি জায়গায় আয়কর হানা! শহর জুড়ে তল্লাশি

কলকাতায় ৩০টি জায়গায় আয়কর হানা! শহর জুড়ে তল্লাশি

444 views
A+A-
Reset

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় ৩০টি জায়গায় আয়করের হানা, শহরজুড়ে চলে তল্লাশি। অভিযোগ, ভুয়ো কোম্পানি খুলে তার মাধ্যমে নির্মাণ সংস্থার অফিসে টাকা পৌঁছে দেওয়া হত। বিভিন্ন কালো টাকা নির্মাণ সংস্থার অফিসে বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ। তারই তল্লাশিতে নেমেছেন আয়কর অফিসারদের বিরাট টিম।

কলকাতা শহরে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যাঁরা আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। আবার আয়ের সঙ্গে সঙ্গতি নেই এমন সম্পত্তির হদিশ পেয়েছেন আয়কর দফতরের কর্তারা। তাছাড়া বেশ কিছু ভুয়ো কোম্পানি রয়েছে যাঁরা বেআইনিভাবে আর্থিক লেনদেন করে চলেছে। এমনই সব অভিযোগ হাতে নিয়ে পথে নেমেছেন তাঁরা।

আয়কর দফতর সূত্রে খবর, শহরের মূলত তিনটি অফিসে ইতিমধ্যেই হানা দিয়েছেন ১৫০জন আয়কর আধিকারিক। এই অফিসগুলি রয়েছে এলগিন রোডে, পার্ক সার্কাস-সহ একাধিক জায়গায়। নির্মাণ সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টর ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি ও কলকাতা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.