স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বিশেষ সতর্কতা, জোরদার নিরাপত্তা

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উদযাপনের আগে জাতীয় রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালকেল্লা এবং রাজঘাটের পাশাপাশি, রাজধানীর প্রতিটি কোণে নজর রাখছে দিল্লি পুলিশ।

কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে টহল ও যানবাহন চেকিং জোরদার করা হয়েছে। লালকেল্লার আশেপাশের এলাকায় রবিবার সকাল ৪‌টে থেকে ১১টা পর্যন্ত জনসাধারণের জন্য রাস্তা বন্ধ থাকবে। আটটি রাস্তা – নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এসপি মুখার্জি মার্গ, চাঁদনি চক রোড, নিষাদ রাজ মার্গ, এসপ্ল্যানেড রোড এবং এর লিঙ্ক রোড, রাজঘাট থেকে আইএসবিটি পর্যন্ত রিং রোড এবং আইএসবিটি থেকে আইপি ফ্লাইওভার পর্যন্ত আউটার রিং রোড বন্ধ থাকবে।

অন্য দিকে, লালকেল্লায় বিভিন্ন সশস্ত্র বাহিনীর ফুল ড্রেস রিহার্সাল চলছে। ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ১,৮০০ বিশেষ অতিথি অংশ নেবেন।

নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই লালকেল্লায় সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। আশেপাশের এলাকায় ঘুড়ি ওড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রায় এক ডজনের মতো বিশেষজ্ঞকে শুধুমাত্র ঘুড়ি ওড়ানোর মতো বিষয়ে নজরদারি চালানোর জন্য নিয়োগ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সম্ভবত ড্রোন হামলার কথা বিবেচনায় রেখেই এই পদক্ষেপ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক