Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তিন দিনে শেষ ধর্মশালা টেস্ট, ইংল্যান্ডকে উড়িয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত - NewsOnly24

তিন দিনে শেষ ধর্মশালা টেস্ট, ইংল্যান্ডকে উড়িয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের শেষেই রোহিতদের ধর্মশালায় জয়ের ইঙ্গিত পাচ্ছিলেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা। শনিবার সেটাই হল। ৫ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ভারত।

ধর্মশালায় প্রথম ইনিংসে ইংল্যান্ড ২১৮ রান করে। সেই ইনিংসে জ্যাক ক্রলির করা ৭৯ রান ছাড়া কেউই সে ভাবে ক্রিজে দাঁড়াতে পারেননি। ৫৭.৪ ওভারে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। সেই ইনিংসে কুলদীপ নেন ৫ উইকেট। অশ্বিন নেন চারটি।

প্রথম ইনিংসেই ভারত ৪৭৭ রান তুলে নেয়। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল শতরান করেন। তাঁদের ১৭১ রানের জুটি ভারতকে অনেকটা এগিয়ে দেয়। ২৫৯ রানে এগিয়ে ছিল ভারত।

এরপর দ্বিতীয় ইনিংস শুরু হয় ইংল্যান্ডের। তৃতীয় দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ফেলেন বেন স্টোকসরা। একের পর এক উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন ১০০তম টেস্ট খেলতে নামা অশ্বিন। ৫ উইকেট নিলেন তিনি। বাকি কাজটা করে দিলেন যশপ্রীত বুমরা (২ উইকেট), কুলদীপ যাদব (২ উইকেট) এবং রবীন্দ্র জাডেজা (১ উইকেট)-রা। ১৯৫ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ভারত ম্য়াচ জিতল ৬৪ রানে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন