‘অব কে বার তিহাড়’, ইডির নতুন মামলা নিয়ে কটাক্ষ মহুয়ার

কলকাতা: লোকসভা ভো‌টে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে আবারও নতুন মামলা দায়ের করেছে ইডি। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে মঙ্গলবার আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। এর পরই মহুয়া তীব্র আক্রমণ করলেন বিজেপি-কে।

একটি মিডিয়া রিপোর্টের হেডিং তুলে ধরে মহুয়া মৈত্রর কটাক্ষ, ‘‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার— তিহাড় (বিজেপির দরজা খোলা আছে। চলে এস, নইলে এই বার ঠিকানা তিহাড়)।’’ অর্থাৎ তাঁর স্পষ্ট ইঙ্গিত, বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল।

উল্লেখযোগ্য ভাবে, মহুয়া যে মিডিয়া রিপোর্টটি তুলে ধরেছেন, যেখানে দাবি করা হয়েছে, দুর্নীতির অভিযোগে বিদ্ধ ২৫ জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁদের মধ্যে ২৩ জনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁরা দলবদল করেছেন। সেই তালিকায় আছেন কংগ্রেসের ১০ নেতা, এনসিপি এবং শিবসেনার চার জন, টিডিপির ২ নেতা, সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআরসিপি-র এক জন করে নেতা।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে