দেশের বাইরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-র দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে আবুধাবিতে। এ ব্যাপারে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ছাড়াও ওই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের শিক্ষামন্ত্রক ও দিল্লির আইআইটি-র উচ্চপদস্থ কর্তারা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, ক্যাম্পাসটি আর্টিফেসিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, হেলথকেয়ার এবং অংক-বিষয়ক প্রোগ্রামগুলিও চালু করবে বলে আশা করা হচ্ছে। কোর্সগুলি পরিচালনা করবে দিল্লি আইআইটি। ডিগ্রি প্রদানের দায়িত্বও থাকবে তাদেরই হাতে।
গত সপ্তাহে, জাঞ্জিবার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে মাদ্রাজ আইআইটি-র একটি ক্যাম্পাস স্থাপনের জন্য ভারতের শিক্ষা মন্ত্রক এবং তানজানিয়া কর্তৃপক্ষের মধ্যে একই ধরনের একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। ওই ক্যাম্পাসে আগামী অক্টোবর থেকে দুটি কোর্স চালু করা হবে।