Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দ্বিতীয় দিনের শেষে ৩৫২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ - NewsOnly24

দ্বিতীয় দিনের শেষে ৩৫২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেষমেশ সাড়ে চারশোর দোড়গোড়ায় থামে ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে। ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের হয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন অশ্বিন। ৭৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। আটটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৫৬ রান করেন। কেমার রোচ তাঁকে বোল্ড করলেন। বিরাট কোহলি ১২১ রানের ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বিরাটকে। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। 

অধিনায়ক রোহিত শর্মা (৮০), রবীন্দ্র জাডেজা (৬১), যশস্বী জয়সওয়ালের (৫৭) ব্যাটে রানের বন্যা দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ এবং ওয়ারিকান তিনটে করে উইকেট শিকার করেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এ বারে তার পুনরুবৃত্তি ঘটেনি এখনও। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শুরুটা ভাল করেন। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ৩৪ ওভার ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। অবশেষে জাডেজার বলে আউট হন চন্দ্রপল। ৪১ ওভার ব্যাট করে এক উইকেটে ৮৬ রানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে নামতে দেখা যাবে অধিনায়ক ব্রেথওয়েট (৩৭) ও কির্ক ম্যাকেঞ্জি (১৪)-কে।

Related posts

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার