‘আফগান ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত’, বার্তা মোদীর

ডেস্ক: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে আলোচনা করলেন তিনি। সূত্রের খবর, পাশাপাশি আফগান নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সব শরণার্থী আফগানকেই ভারতে আশ্রয় দেওয়া হবে।

প্রাথমিক ভাবে শুধু সেই দেশের সংখ্যালঘুদের শরণ দেওয়ার কথা বললেও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ঝুঁকির মুখে দাঁড়িয়ে থাকা যে সব আফগান ভারতে আসতে চাইবেন, তাদের সবাইকেই আশ্রয় দেওয়া হবে। 


সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের দিকে সাহায্যের আশায় রয়েছেন আফগান ভাই-বোনেরা। তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি।” মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সাফ বার্তা, কেবল আমাদের নাগরিকদের নয়, আফগানিস্তান ফেরত হিন্দু ও শিখ উদবাস্তুদেরও সাহায্য করবে ভারত। এমনকী আফগান ভাই-বোনদেরও পাশে থাকবে ভারত। 

আরও পড়ুন: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মোদীর বাসভবনে চলছে বিশেষ বৈঠক


জানা গিয়েছে দূতাবাস বন্ধ থাকায় বিনামূল্যে ই-ভিসা পরিষেবা চালি করা হয়েছে আফগান নাগরিকদের জন্য। সেই ভিসার মাধ্যমে সব আফগান নাগরিকই আবেদন জানাতে পারবেন ভারতে আসার জন্য। প্রাথমিক ভাবে ছয় মাস মেয়াদের ভিসা দেওয়া হবে আশ্রয় চাওয়া আফগানদের। এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তান থেকে ভারতে আসতে চেয়ে ১ হাজার ৬৫০ জনেরও বেশি আবেদন জানিয়েছেন।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা