Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টোকিও প্যারালিম্পিক্সের আজ একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত - NewsOnly24

টোকিও প্যারালিম্পিক্সের আজ একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত

ডেস্ক: টোকিও প্যারালিম্পিক্সের আজ একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত। অতীত রেকর্ড ভেঙে টোকিও অলিম্পিক (Tokyo Olympics 2020) থেকেই সবচেয়ে বেশি পদক এসেছিল ঘরে। তবে প্যারালিম্পিকে যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ভারত। তিরন্দাজি থেকে শুটিং, সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নয়া ইতিহাস। মিক্সড ৫০ মিটার পিস্ত এসইইচ১ ইভেন্টে নিজের কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স করে ভারতকে সোনা এনে দিলেন ১৯ বছর বয়সী শুটার মণীশ নারওয়াল। ইতিহাস রচনা করল ভারত। 


একই ইভেন্ট থেকে রুপো জিতলেন ভারতের সিংহরাজ আধানা। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন সিংহরাজ অধানা। অন্যদিকে ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করলেন ভারতের প্রমোদ ভগত।

আরও পড়ুন: ৫ সেপ্টেম্বর কলকাতায় শুরু হতে চলেছে ডুরান্ড কাপ


ছোট থেকেই প্রতিবন্ধকতার সঙ্গে অসম লড়াই মনীশের। কিন্তু কোনও বাধাই যে বাধা নয়, তা প্রমাণ করে দিলেন মনীশ নারওয়াল (Manish Narwal)। জন্ম থেকে ডান হাত প্রায় অকেজো। শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ।

দুই ভারতীয় অ্যাথলিটকেই পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ১৯ বছরের মণীশ ও সিংহরাজের হাত ধরে চলতি প্যারালিম্পিকে ১৪ এবং ১৫ তম পদকটি এল ভারতের ঘরে, যা ইতিহাস।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও