প্রথম পাতা খবর কাশির সিরাপে বিষাক্ত রাসায়নিক! আরেকটি ভারতীয় ওষুধে সতর্কতা বিশ্ব সাস্থ্য সংস্থার

কাশির সিরাপে বিষাক্ত রাসায়নিক! আরেকটি ভারতীয় ওষুধে সতর্কতা বিশ্ব সাস্থ্য সংস্থার

246 views
A+A-
Reset

কাশির সিরাপে বিষাক্ত রাসায়নিক। মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় এ ধরনের কাশির সিরাপের নমুনা খুঁজে পাওয়ার পর মঙ্গলবার ভারতে তৈরি আরেকটি কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সিরাপটির প্রস্তুতকারক পাঞ্জাব-ভিত্তিক কিউপি ফার্মাকেম লিমিটেড, যা বিপণন করে হরিয়ানা-ভিত্তিক ট্রিলিয়াম ফার্মা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এই কাফ সিরাপ হু-র গাইডলাইন অনুযায়ী তৈরি হয়নি। এই কাশির ওষুধে এমন উপাদান আছে যা শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটাতে পারে। ভারতের এই দুই সংস্থার কাশির ওষুধ খেলে বাচ্চাদের প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। কাশির ওষুধের বিষাক্ত উপাদান শরীরে ঢুকলে মারাত্মক পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাবে সমস্যা, মাথা যন্ত্রণা, কিডনির অসুখ এমনকী মানসিক স্থিতিতেও বদল আসবে।

হু বলেছে, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার একটি ব্যাচ থেকে সিরাপটির নমুনাগুলিতে “অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল” পাওয়া গেছে। যা মানুষের পক্ষে বিষাক্ত রাসায়নিক। এ ধরনের বিষাক্ত রাসায়নিক শরীরে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে।

প্রসঙ্গত, এই সিরাপের নমুনাগুলি বিশ্লেষণ করা হয়েছে অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থেরাপিউটিকস গুডস অ্যাডমিনিস্ট্রেশনের গুণমান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে। জানা গিয়েছে, সিরাপে guaifenesin নামক একটি যৌগ রয়েছে, যা বুকের কফ এবং কাশি উপশম করতে ব্যবহৃত হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.