মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতীয় দূতাবাস ইরানের রাজধানী তেহরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিল। মঙ্গলবার দূতাবাসের তরফে এই পরামর্শ জারি করা হয়।
এক্স-এ পোস্ট করে দূতাবাস জানিয়েছে, “যাঁরা নিজেদের ব্যবস্থায় তেহরান ছাড়তে সক্ষম, তাঁদের অনুরোধ করা হচ্ছে শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যেতে।”
তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে। তাঁদের অবস্থান ও যোগাযোগ নম্বর জানাতে বলা হয়েছে।
যোগাযোগের জন্য তিনটি নম্বর জানিয়েছে দূতাবাস:
📞 +98 9010144557
📞 +98 9128109115
📞 +98 9128109109
উল্লেখযোগ্য ভাবে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি তেহরান থেকে অবিলম্বে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কড়া সতর্কবার্তা জারি করেছেন।