প্রথম পাতা খবর বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব, অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি-ঢাকার সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব, অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি-ঢাকার সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

54 views
A+A-
Reset

সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন বিক্রম। সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে হামলার ঘটনার প্রসঙ্গও আলোচনায় আসে।

বৈঠকের পরে বিক্রম সাংবাদিকদের বলেন, “বৈঠকে ভারত ও বাংলাদেশ উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। আমি আমার সমস্ত আলোচনায় খোলামেলা ও গঠনমূলক মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তুষ্ট।”

অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানান তিনি। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানিয়ে ভারতের বিদেশসচিব বলেন, “আমরা বিদ্যুৎ, শক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য, সাংস্কৃতিক বোঝাপড়া, কূটনৈতিক বোঝাপড়া-সহ একাধিক বিষয়ে কথা বলেছি।”

দুই দেশের পররাষ্ট্র দফতরের বৈঠক (Foreign Office Consultation বা FOC) অংশ নিতে বাংলাদেশ সফরে গিয়েছেন বিক্রম। এ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৬ নভেম্বর, বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানায় ভারত।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.