আইএসএফ-এর সঙ্গে জোট মজবুত হতে না হতেই ফাটলের ইঙ্গিত

কলকাতা : রবিবার ব্রিগেডে আব্বাস সিদ্দিকি মঞ্চে প্রবেশ করতে তাল কেটেছিল অধীর চৌধুরীর বক্তব্যে। ভাষণ থামিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা। পরে অবশ্য বিমান বসুর অনুরোধ ফের ভাষণ শুরু করেন তিনি।

সোমবার সাংবাদিক বৈঠকে বাম চেয়ারম্যান বিমানবাবু ঠারেঠোরে বুঝিয়ে দিলেন আব্বাস ব্রিগেড বক্তব্য মোটেই তাঁর পছন্দ হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘জোটের একটা সর্বসম্মত মত থাকে, বক্তব্য থাকে। তার বাইরে বেরিয়ে অন্য কিছু বলা ঠিক নয়। আশা করি, সকলেই তা বুঝতে পারবেন। পরবর্তীতে কেউ এমন কোনও আচরণ করবেন না।”

তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় আব্বাস কংগ্রেসকে উদ্দেশ্য করে ব্রিগেডের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছেন তা বিমান বসুদের পছন্দ নয়।

অধীর চৌধুরীও সাংবাদিকদের কাছে জোটে আইএসএফের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করছেন। তিনি বলেন, ‘‘ বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া একরকম পথে এগোচ্ছিল। বহু আসন সমঝোতা হয়ে গিয়েছিল। তার মধ্যে দল অংশ নেওয়ায় গোটা পদ্ধতি রিমডেলিং করতে হচ্ছে। তাই প্রায় ৯০ শতাংশ আসন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও তা ধাক্কা খাচ্ছে।”
আইএসএফ-এর জোটসঙ্গী হওয়া নিয়ে প্রবল আপত্তি কংগ্রেসের।

আরও পড়ুন : বিজেপি রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট বার্তা তেজস্বী যাদবের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক