ইন্ডিগো বিমানে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, দায়ের এফআইআর

ইন্ডিগো বিমানে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি

বিমানে ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ। এ বার মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো ফ্লাইটে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ইন্ডিগোর মুখপাত্রের কথায়, ঘটনাটি ঘটে রবিবার (১০ ​​সেপ্টেম্বর), ফ্লাইট নম্বর ৬ই ৫৩১৯-এ। বিমানটি গুয়াহাটিতে অবতরণের পর অভিযুক্তকে অসম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তদন্তের প্রয়োজনে আমরা সব রকমের সহযোগিতা করব”।

জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা স্থানীয় পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেছেন, যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দুবাই থেকে অমৃতসরগামী একটি ফ্লাইটে শ্লীলতাহানির ঘটনাও সামনে এসেছিল। শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমানে এক মদ্যপ ব্যক্তি ফ্লাইটের একজন মহিলা ক্রু সদস্যের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তবে বিমান অমৃতসরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার