“সাহিত্য আকাদেমি দিয়ে অপমানিত করা হয়েছে, মমতা নোবেল পাওয়ার ক্ষমতা রাখেন” মমতাকে নিশানা দিলীপের

বাংলা অ্যাকাদেমির থেকে মুখ্যমন্ত্রীর পুরস্কার পাওয়া নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরের এগরাতে মর্নিং ওয়াক ও চায় পে চর্চা-এর পরই সাহিত্য আকাদেমি ও নোবেল নিয়ে মমতাকে নিশানা করেন তিনি। সাহিত্য অ্যাকাডেমি দিয়ে অপমান করা হয়েছে, মমতা নোবেল পাওয়া ক্ষমতা রাখেন, ফের মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের।

 দিলীপ ঘোষ বলেন, “আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল? ওঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে। বাংলায় এর আগে এমন প্রতিভাবান জন্মায়নি কেউ। পুরস্কার চালুও করছেন, পুরস্কার নিজেও পাচ্ছেন। আমরা জানতাম লোকে পুরস্কার পায় পুরস্কার দেয়। আর এরা নিজেরাই নেয়, সব পুরস্কার নিয়ে নিচ্ছে। নিজেদের লোকেদের খুশি করবার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের পুরস্কার চালু করেছেন। বাংলার সংস্কৃতিকে যেভাবে অপমান করা হচ্ছে এরকম এর আগে কেউ করেনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক