379
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেন্ট্রাল ক্যালকাটা ইউথের সদস্যরা বড়দিন উদযাপন করলো তিলজলার বাসিন্দা এক খ্রিস্টান দুঃস্থ মহিলার সঙ্গে । স্বামী- পুত্রহারা, নিঃসঙ্গ সবিতা দোলুই-এর সন্ধেটা এদের সঙ্গে হাসি আনন্দে কেটে গেল। প্রভু যীশুর মানবতার আদর্শ যেন মূর্ত হয়ে উঠেছিল তাঁর ছোট্ট ঘরটায়।