প্রথম পাতা খবর ‘ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা উচিত’: মোদী

‘ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা উচিত’: মোদী

57 views
A+A-
Reset

উষ্ণ অভ্যর্থনা মোদিকে, উচ্ছসিত আমেরিকার ভারতীয়রা

ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের আমেরিকা সফরে বৃহস্পতিবার পৌঁছেছেন ওয়াশিংটনে। বিমানবন্দরে এদিন প্রধানমন্ত্রীকে অনাবাসী ভারতীয়রা ভারতীয় পতাকা নিয়ে স্বাগত জানান। ভারী বৃষ্টির মধ্যে বিদেশের মাটিতে এই ধরনের অভ্যর্থনায় খুশি মোদী। বিমানবন্দর থেকে মোদী যান পেনসিলভেনিয়া এভফিনিউতে উইরাল্ড হোটেলে। বিমানবন্দরে ওয়াশইংটনে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সিধু ছাড়াও স্বাগত জানান বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।


প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, ওয়াশিংটনের প্রবাসী ভারতীয়দের কাছে এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা আমাদের শক্তি। যেভাবে প্রবাসী ভারতীয়রা স্ব স্ব ক্ষেত্রে নজির করেছেন বিভিন্ন দেশে তা সত্যি কুর্নিশযোগ্য।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “করোনা প্যানডেমিকের ফলে অর্থনৈতিক যে প্রভাব পড়ছে, তার দিকেও আমাদের নজর দিতে হবে। বিদেশযাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে হবে। এরজন্য দেশ গুলির মধ্যে টিকা শংসাপত্র নিয়ে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত।”

আরও পড়ুন: করোনায় মৃত্যু হলে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেবে রাজ্য, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


বিমান থেকে অংশ নেওয়া পাঁচ মিনিটের ভারচুয়াল ভাষণে তিনি আরও বলেন, “নতুন নতুন ভারতীয় ভ্যাকসিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলতি ভ্যাকসিনের (Corona Vaccine) উৎপাদন ক্ষমতাও বাড়িয়ে তুলছি। আমাদের উৎপাদন বৃদ্ধির ফলে অন্যদেরও ভ্যাকসিন সরবরাহ পুনরায় শুরু করতে সক্ষম হব।” সারা বিশ্বে ভ‌্যাকসিন পৌঁছে দিতে তিনি ভ‌্যাকসিনের কাঁচামাল সরবারহও সুনিশ্চিত রাখার উপর গুরুত্ব দিয়েছেন।


টিকা রফতানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “চলতি বছরের শুরুতেই আমরা দেশের উফাদিত টিকা ৯৫টি দেশ ও কোভ্যাক্সের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আর পরিবারের মতোই, দেশ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছিল, সেই সময় গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছিল। সেই সহযোগিতা ও সমর্থনের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.