আইএসএল: মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল

ইস্টবেঙ্গল – ১ (মহেশ)

মুম্বই সিটি – ০

মুম্বই সিটি এফসিকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোল নাওরেম মহেশের। লিগ শিল্ড জয়ীদের হারিয়ে সবাইকে চমকে দিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল।

প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে গোল এল নাওরেম মহেশের পা থেকে। সুহেরের ক্রস থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন তরুণ মিডফিল্ডার। গোল খাওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই। এগিয়ে যাওয়ার পরেও গোলের চেষ্টা করতে থাকে লাল হলুদও। তবে আর গোল করতে পারেনি দুই দলের কেউই।

ম্যাচে দাপট বেশি দেখিয়েছে মুম্বই। তাদের কাছে বলের প্রাধান্য ছিল ৬৫ শতাংশ। গোল লক্ষ্য করে শটও বেশি মেরেছে তারা। খেলায় বৈচিত্র ছিল বেশি। কিন্তু গোল করতে পারেনি মুম্বই। অন্য দিকে ইস্টবেঙ্গল প্রথম থেকেই রক্ষণ সামলে প্রতিআক্রমণের পরিকল্পনা নিয়ে নেমেছিল। সেই পরিকল্পনায় সফল হয়েছে তারা।

আইএসএলে নিজেদের ছ’নম্বর জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আবার লিগ টেবিলের ন‌’নম্বর উঠে এল লাল হলুদ। ডার্বির আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন