এক মরসুমে লিগ শিল্ড ও আইএসএল ট্রফি—দুটি জিতে ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় দল হিসেবে আইএসএলে এই কীর্তি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে মরশুমে ‘ডাবল’ জয়ের স্বাদ নিল সবুজ-মেরুন।
সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগে হারলেও, দ্বিতীয় লেগে দাপুটে জয়েই ফাইনাল নিশ্চিত করে মোহনবাগান। ফাইনালে শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। কিন্তু কামিন্সের পেনাল্টিতে সমতা ফেরে। ম্যাচের শেষ দিকে ম্যাকলারেনের গোলেই জয় নিশ্চিত।
গতবার ফাইনালে হারের আক্ষেপ এ বার আর রাখল না মোহনবাগান। ঘরের মাঠে, গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে দ্বি-মুকুট জয়ের আনন্দে ভাসল গোটা সবুজ-মেরুন শিবির।