চরম উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইজরায়েল-ইরান সংঘাত। এবার তেহরানের তেল পরিশোধনাগারে নিশানা করল ইজরায়েল। আইডিএফের হামলায় জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স-ও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লাওন’ অভিযানে প্রথমেই আঘাত হানে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে। মৃত্যু হয় ৬ জন পরমাণু বিজ্ঞানীর, প্রাণ হারান ইরানের একাধিক সেনা শীর্ষকর্তাও। এর পাল্টা জবাবে ইরান ২০০-র বেশি ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে আঘাত হানে ইজরায়েলে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হামলা আরও চলবে। এবার তেহরানের ওয়েল রিফাইনারিগুলি হয়ে উঠল ইজরায়েলের নতুন নিশানা। ফলে বিশ্বজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে সঙ্কট ঘনাচ্ছে। ইতিমধ্যেই সোনার ও অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েলকে সাহায্য করলে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের ঘাঁটিও ধ্বংস করা হবে। পরমাণু আলোচনা বাতিল করেছে তেহরান। সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই বলেই আশঙ্কা বিশ্লেষকদের।