পুরো রাত লেগে যেতে পারে, উদ্ধারের পর বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে দল পাঠালেন মমতা

উত্তরকাশী: সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের বার করে আনার জন্য শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। পাইপের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে আসবেন শ্রমিকরা। তবে, কোনো রকমের ঝুঁকি নিতে চাইছেন না উদ্ধারকারীরা। এমনিতে ১৭ দিন ধরে সুড়ঙ্গে আটকে থাকার কারণে তাঁদের শারীরিক অবস্থাও স্বাভাবিক নয়। যে কারণে, চাকা লাগানো ট্রলির মাধ্যমে পাইপ দিয়ে তাঁদের বার করে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন জানান, শ্রমিকদের বের করে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পুরো রাত লেগে যেতে পারে। তিনি বলেন, “আমার মতে, এই অপারেশনটি সম্পূর্ণ করতে পুরো রাত লাগবে। যে উদ্ধারকারীরা শ্রমিকদের বাইরে নিয়ে আসার কাজে যুক্ত তাঁদের নিরাপত্তার দিকগুলিও মাথায় রাখতে হচ্ছে। সবরকমের নিরাপত্তা সতর্কতা প্রয়োগ করা হচ্ছে। সময়ের আগে কোনো ঘোষণা করা হবে না”।

আটকে থাকা ৪১ শ্রমিকের মধ্যে বাংলা থেকে আছেন ৩ জন শ্রমিক। উদ্ধারকাজ গতি পেতেই, তাঁদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য দিল্লি থেকে বাংলার সরকারের তিন প্রতিনিধির একটি দল উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এক্স (আগের টুইটার)-এ লেখেন, ‘‘আমাদের মানুষজনকে সাহায্যের জন্য উত্তরকাশীতে দৌঁড়ে গিয়েছে একটি দল। দিল্লির রেসিডেন্ট কমিশনার দফতরের সংযোগকারী অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন দলটি উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার এবং পশ্চিমবঙ্গে ফেরাতে সাহায্য করবে।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক