34
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ, মঙ্গলবার। এই পর্বে ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৭টা থেকে ৫০৬০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। মোট ৯০টি আসনের মধ্যে প্রথম দফায় ২৪টি আসনে ভোট হয় ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায়, গত ২৫ সেপ্টেম্বর ২৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর।