মঙ্গলবার জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা। রানওয়েতে দুই বিমানে সংঘর্ষ। একটি বিমানে আগুন লেগে যায়। বিমানের জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়। ১২ বিমানকর্মী-সহ ৩৭৯ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় বিমান থেকে। পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
নিপ্পন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আগুন লাগার কারণ কোস্টগার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ। বলে রাখা ভালো, হানেদা জাপানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর।
মিডিয়া রিপোর্টে খবর, কোস্টগার্ডের বিমানটির সঙ্গে সংঘর্ষেই অন্য বিমানটিতে আগুন লেগে যায়। হানেদা বিমানবন্দরের একজন উপকূলরক্ষী কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন যে তাঁরা “বিশদ বিবরণ পরীক্ষা করছেন” কারণ “কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনার সঙ্গে আমাদের বিমানটিও যে জড়িত, সেটা নিশ্চিত”।
জানা গিয়েছে, জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ বিমানটি হানেদা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা উপকূলরক্ষীবাহিনীর একটি বিমানে সজোরে ধাক্কা মারে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে একটি যাত্রীবাহী বিমানকে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে।