প্রথম পাতা খবর জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনে রায় ঘোষণার পর বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনে রায় ঘোষণার পর বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

255 views
A+A-
Reset

কলকাতা: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় শুক্রবার বিকেলে রায় ঘোষণা করেছে বারুইপুর আদালত। দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। সেই রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দু’মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ হয়ে দোষীর ফাঁসির সাজা হওয়ায় পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের সমাজে ধর্ষকদের কোনো স্থান নেই। আপনি যদি অন্য ব্যক্তির শরীর, মর্যাদা এবং তার জীবনের মৌলিক অধিকারকে সম্মান না করতে পারেন, তবে একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে আপনি ব্যর্থ। আমি পুলিশের কাছে এই তদন্তের প্রতি দায়বদ্ধ থাকার জন্য গভীরভাবে কৃতজ্ঞ, যা অসাধারণ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। মাত্র ২৫ দিনের মধ্যে চাজশিট দাখিল করা হয়, যা তাদের নিরলস পরিশ্রমের প্রমাণ। একইভাবে, ২৩ দিনের স্বল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার জন্য আমি বিচার বিভাগকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

যদিও সর্বোচ্চ ন্যায়বিচারও কখনোই তুক্তভোগীর পরিবারের অপূরণীয় যন্ত্রণা এবং ক্ষতির পরিপূরক হয়ে উঠতে পারে না। তাঁদের উদ্দেশে আমি বলতে চাই, তাঁদের দুঃখের আমরা সকলেই ভাগীদার। আমিও তাঁদের কষ্টে, বেদনায় মর্মাহত। আমাদের হৃদয় তাঁদের জন্য সমব্যথী।

আমি এটি আগেও বলেছি, এবং আমি আবারও বলব: প্রত্যেক ধর্ষক কঠোরতম শান্তি – মৃত্যুদণ্ডের যোগ্য। সামাজিক জীব হিসেবে, এই জঘন্য সামাজিক ব্যাধি দূর করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি যে দ্রুত, সময়সীমাবদ্ধ বিচার এবং শাস্তি – একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করবে এবং একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না। এই কারণে আমি, অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য আবেদন জানাচ্ছি যাতে, আমরা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের
শাস্তি প্রদান করতে পারি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.