কলকাতা: রাজ্য সরকার শান্তনু সেনকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দিয়েছে। মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি ছিলেন তিনি। এর আগে শান্তনু বাবুকে দলের মুখপাত্র পদ থেকে সরানোর পরে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে শান্তনু সেনের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিয়েছিলেন সংস্থার সভাপতি তথা তৃণমূল বিধায়ক ডা. সুদীপ্ত রায়। সেই চিঠিতে তিনি ৬টি তারিখ উল্লেখ করেছিলেন। এই তারিখগুলিতে কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকে শান্তনু সেন উপস্থিত ছিলেন না।
কাউন্সিলের নিয়ম অনুযায়ী যদি কোনও সদস্য পর পর তিনটি বৈঠকে উপস্থিত না থাকেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবার সংস্থান রয়েছে। এদিনের নির্দেশ আসার পর স্পষ্ট হল তাঁর আবেদনেই সিলমোহর দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শান্তনু সেনের জায়াগায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন। তাঁর সেই মন্তব্য নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছিল দল।