কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আটটি জেলায় আগামী সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য অঞ্চলে, বিশেষত সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে, তবে পরবর্তী সময়ে তা আবার বাড়তে পারে। উত্তরবঙ্গেও একই ধারা বজায় থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে উত্তর ও দক্ষিণ উভয়বঙ্গেই যানচলাচলে সমস্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।