207
ঝাড়গ্রাম: চলমান লোকসভা ভোটের মধ্যেই দলবদল করলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি।
এ বারের লোকসভা ভোটে বিজেপি-র টিকিট পাননি কুনার হেমব্রম। তাঁর পরিবর্তে ঝাড়গ্রাম লোকসভায় চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।
বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার আগেই দল ছাড়ার কথা জানিয়েছিলেন কুনার। জানিয়ে দিয়েছিলেন, ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করবেন তিনি। এ বার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন কুনার।