কয়লা পাচারকাণ্ড: সিআইডি হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

জিতেন্দ্র তিওয়ারি। প্রতীকী ছবি

কলকাতা: কয়লাপাচার মামলায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শুক্রবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। তবে হাজিরা না দেওয়ার কথা চিঠি মারফত জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র।

জানা গিয়েছে, অন্ডালের একটি পুরনো মামলায় তাঁকে ডাকা হয়েছিল জিতেন্দ্রকে। কিন্তু হাজিরা না দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। তিনি বলেন, “আমি আজ হাজিরা দিচ্ছি না। আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি”। প্রায় আড়াই বছরের পুরনো একটি মামলায় কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “আমি জানতে পেরেছি অন্ডালের যে অঞ্চলের প্রসঙ্গ এ ক্ষেত্রে টানা হচ্ছে আমার পান্ডবেশ্বর বিধানসভার মধ্যে তা পড়ছে না। শুধু তাই নয় তা আসানসোল পুরসভা বর্হিভূত। যে এলাকায় আমি কোনো কালেই প্রশাসক ছিলাম না, সেখানে আড়াই বছর আগের পুরনো ঘটনায় কেন আমাকে সাক্ষী হিসেবে ডাকা হবে? যাঁরা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তাঁরা জানবেন সেখানে কী হয়েছে। আমার মনে হয়েছে অকারণে আমাকে তলব করা হয়েছে। সেই জন্যই আমি হাইকোর্টে গিয়েছি”।

তবে সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয় জিতেন্দ্রকে। এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি নিজেও।

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে সিআইডি-র নজরে জিতেন্দ্র তিওয়ারি, শুক্রবার ভবানী ভবনে তলব

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক