প্রথম পাতা খবর চাকরিহারাদের আমন্ত্রণ সৌরভ গঙ্গোপাধ্যায়কে, নবান্ন অভিযানে পাশে চাইল ঐক্যমঞ্চ

চাকরিহারাদের আমন্ত্রণ সৌরভ গঙ্গোপাধ্যায়কে, নবান্ন অভিযানে পাশে চাইল ঐক্যমঞ্চ

316 views
A+A-
Reset

নবান্ন অভিযানকে ঘিরে সৌরভ গঙ্গোপাধ্যায় পাশে চাইলেন চাকরিহারা ও চাকরিপ্রার্থীদের সংগঠন ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ’। নববর্ষের সন্ধ্যায় সংগঠনের তিন প্রতিনিধি প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বেহালার বাড়িতে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

প্রতিনিধিরা জানান, আগামী ২১ এপ্রিল তাদের নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে সৌরভকে পাশে পেতে চায় মঞ্চ। আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, “সৌরভ গোটা দেশের গর্ব। তাঁকে পাশে পাওয়া মানে প্রতিবাদের অন্য গুরুত্ব তৈরি করা।”

যদিও এদিন সৌরভ বাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, দিনভর একাধিক বারপুজোর অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তিনি। অন্য দিকে, ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে প্রতিনিধিদের থামিয়ে থানায় নিয়ে যায়। বুধবার সৌরভের অফিসে গিয়ে দেখা করার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.