সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর রাজ্য জুড়ে প্রতিবাদে ফুঁসছেন চাকরিহারারা। আজ, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। দুপুর ১২টায় শুরু হবে এই মিছিল। শুক্রবারও সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযানের পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন এবং তাঁদের স্কুলে ফিরে যেতে বলেছেন। কেউ কেউ সেই অনুরোধে সাড়া দিয়ে স্কুলে ফিরলেও অধিকাংশ আন্দোলনকারী মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন।
বুধবার কসবায় বিক্ষোভের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের স্বীকারোক্তি অনুযায়ী ‘হালকা বলপ্রয়োগ’ করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই আন্দোলন আরও তীব্র করতে চাইছেন চাকরিহারারা।