তৃণমূলে গেলেন জয়প্রকাশ, এবার কি লকেট

কলকাতা : পদ্মসঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। নাটকীয় ভাবে তিনি তৃণমূলের রাজ্য সহ-সভাপতির পদও পেয়ে গেলেন।
সোমবারই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন জয়প্রকাশ। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তেওয়ারি। তাঁরা বেশ খানিক ক্ষণ কথাও বলেন। ওই বৈঠকেই রীতেশের তৃণমূলে যাওয়ার বিষয়টি ঠিক হয়ে যায়।

প্রসঙ্গত ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যান জয়প্রকাশ। আটবছরের মাথায় ফের তিনি দলবদল করলেন।

জয়প্রকাশ শাসকশিবিরে নাম লেখানোর পরই জল্পনা শুরু হয়েছে এবার কি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ফিরবেন তৃণমলে।

যদিও লকেট অবশ্য নিজেই সেই জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘যাঁরা এ সব বলছেন, তাঁরা নিজেরাই হয়তো তৃণমূলের থেকে টাকাপয়সা নিয়ে বসে এই ধরনের কথাবার্তা বলছেন। যাঁরা দলের স্বার্থে লড়াই করবেন, লকেট চট্টোপাধ্যায় তাঁদের সাথে আছে। আর যাঁরা তৃণমূলের স্বার্থে লড়াই করবেন, তাঁরা তৃণমূলে যেতে পারেন।’’

আরও পড়ুন: দূরত্ব কই! এক মঞ্চে মমতা-পিকে-অভিষেক

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক