প্রাথমিকে ৪২০ শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: আগামী দু’মাসের মধ্যে প্রাথমিকের ৪২০টি শূন্যপদ পূরণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ১৫০৬ পদে নিয়োগের তালিকা প্রকাশ হলেও ৩২৮ টি পদ ফাঁকাই রয়েছে। বুধবারের শুনানিতে সেই সব পদ অবিলম্বে পূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় শূন্যপদ ছিল ১৮৩৪। সেই পদে নিয়োগ নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলাও হয়। পরে ১৫০৬ পদে নিয়োগের তালিকা প্রকাশ হয়। কিন্তু বাকি ৩২৮ পদ ফাঁকাই পড়ে ছিল। সেই নিয়েই হাই কোর্টে মামলা দায়ের হয়। বুধবার সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে গত ১৩ বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে বিস্ময় প্রকাশ করেন তিনি।

তবে শুধু ৩২৮ জন নয়, আরও ৫ শতাংশ বেশি অর্থাৎ আরও ৯২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্দেশে বিচারপতি নির্দেশ দেন, ১৭ এপ্রিলের মধ্যে এই নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। নিয়োগও করতে হবে শীঘ্রই।

প্রসঙ্গত, পর্ষদের নিয়ম অনুযায়ী, কোনো নিয়োগ নিয়ে অনেকদিন ধরে মামলা চললে ৫ শতাংশ বেশি শূন্যপদে নিয়োগ করা হয়। সেই মতো আরও ৯২ জনের নিয়োগের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে, এই মামলায় প্রাথমিকের ৪২০টি শূন্যপদে নিয়োগ করার কথা।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের