‘দরকার হলে শিক্ষামন্ত্রীকে এজলাসে ডেকে পাঠাব’, হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে আবারও পর্ষদের বিরুদ্ধে ফের কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “আদালত একটা অতিরিক্ত শব্দও লিখবে না বোর্ডের জন্য। যদি এর পরেও জোরাজুরি করেন শিক্ষামন্ত্রীকে এজলাসে ডেকে পাঠাব”।

ওএমআর শিটে নম্বর বিকৃতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, “কোন জাদুকরের ছোঁয়ায় প্রাথমিক টেটে ৪০টি ওএমআর শিটে নম্বর বিকৃতি? পিসি সরকার সিনিয়র না জুনিয়র, কোন ছোঁয়ায় নম্বর বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়”।

দিনকয়েক আগে ইডি-কে মামলার পক্ষ করার নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওএমআর শিট কারচুপির মামলায় সিবিআই-এর সঙ্গে তদন্ত করবে ইডি-ও।

ওএমআর শিটে নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশের ঘটনায় ৪০ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এ দিন ৪০ জনের মধ্যে ১৩ জন নিজেদের অবস্থান জানাতে আসেন। ২০ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নবম-দশমের একটি মামলা চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, “পর্ষদ কিছু করতে না পারলে, শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে। আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, তাহলে করুন, কোথায় বাধা”?

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?