ওয়েবডেস্ক : জয়ললিতার পর ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাউত। ছবিটি ইন্দিরার জীবনী নির্ভর নয়। তবে ইন্দিরা যে সময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কে আংশিক ভাবে ধরার চেষ্টা করা হবে ছবিটিতে। কঙ্গনার প্রযোজনা সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, এ ছবি দর্শকদের পিছিয়ে নিয়ে যাবে সেই সময়ে যেখানে আসল ঘটনাগুলির সূত্রপাত। ছবির গল্প ঘুরবে মূলত দেশে জরুরি অবস্থা জারি হওয়ার ঘটনা ও ‘অপরেশন ব্লুস্টার’কে কেন্দ্র করে।
বিজেপি-র ঘোষিত সমর্থক কঙ্গনা শুক্রবার এই বিবৃতি প্রকাশের পর সমাজমাধ্যমে লিখেছেন, ‘কেরিয়ারের শুরুর দিকে এক বার ইন্দিরার মতো সেজে ছবি তুলেছিলাম। তবে ইন্দিরার মতো এক জন কিংবদন্তি নেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাব, তা আগে ভাবিনি কখনও’।
ছবিটির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। পরিচালক সাই কবীর। ছবির চিত্রনাট্যও তিনিই লিখছেন। এর আগে কঙ্গনার সঙ্গে ‘রিভলবার রানি’ ছবিতে কাজ করেছিলেন সাই।
আরও পড়ুন : তাণ্ডব বিতর্কে মুখ খুললেন কঙ্কনা, ‘তাহলে সব কলাকুশলীকেই গ্রেফতার করা যাক?’
ছবিতে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রীর ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের। কিছু দিন আগে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী নির্ভর ছবি ‘থালাইভি’র শ্যুটিং শেষ করেছেন কঙ্গনা।
এর পর আরও একটি রাজনৈতিক বিষয়ভিত্তিক ছবির কাজে হাত দিলেন তিনি।