ওয়েবডেস্ক : ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গ্রেফতারি এড়াতে ‘তাণ্ডব’ নির্মাতাদের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় নিয়ে সরব হয়েছেন বলিউডের অনেকেই। এবার এই রায় নিয়ে সরব হলেন কঙ্কনা সেন শর্মা।
তিনি টুইট করলেন, ‘একটি সিরিজের সঙ্গে জড়িত প্রায় সমস্ত কলাকুশলীই চিত্রনাট্য পড়ে তার পর সাক্ষর করেন! তা হলে সবাইকে গ্রেফতার করে নেওয়া হোক’।
তবে শুধু কঙ্গনা সেন শর্মাই নন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিচা চাড্ডা, গওহর খানেদের মতো সেলেবরাও।
এক নেটিজেন লেখেন, ”কোনও অভিনেতা ছবিতে যদি খুনীর চরিত্রে অভিনয় করেন, তাহলে তো ধরে নিতে হয়, বস্তবেও তিনি খুন করবেন।” মুকুল চাড্ডা নামে ওই ব্যক্তির টুইটটি ইমোজি দিয়ে রিটুইট করেন গওহর খান। যিনি কিনা ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে মৈথিলির চরিত্রে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর এবং সিরিজের প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা এবং আমাজন প্রাইম অরিজিনালস ইন্ডিয়ার হেড অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে ৬টি রাজ্যে একাধিক FIR দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : অসুস্থ কমিকসশিল্পী নারায়ণ দেবনাথ
নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তাঁরা। এই অভিযোগের বিরুদ্ধেই তাণ্ডব নির্মাতারা গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। বুধবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।