Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে ধৃত ২ - NewsOnly24

কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডে ডায়মন্ড হারবার থেকে ধৃত ২

ডেস্ক: গড়িয়াহাটে সুবীর চাকি খুনের তদন্তে নেমে আজ ডায়মন্ড হারবার থেকে এক মহিলা ও তাঁর ছেলেকে আটক করেছে কলকাতা পুলিশের হোমিসাইড (Homicide) শাখা। ধৃত মিঠু হালদার ও তাঁর ছেলে সুভাষ হালদারকে আটক করেছে পুলিশ। ধৃতরা সম্পর্কে মা ও ছেলে। এর মধ্যে লক্ষ্মীদেবী সুবীরবাবুর বাড়ির প্রাক্তন পরিচারিকা।


গত রবিবার গড়িয়াহাটের কাকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হন কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল৷ ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা৷ প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল, খুনের পিছনে পরিচিত কেউ জড়িত৷জোড়া খুনের তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যান তদন্তকারীরা৷ বাড়ি থেকে বেরিয়ে বালিগঞ্জ স্টেশনে চলে গিয়েছিল পুলিশ কুকুর৷

আরও পড়ুন: আজও জামিন পেলেন না শাহরুখ পুত্র

তার থেকেই গোয়েন্দাদের অনুমান হয়, সম্ভবত ট্রেনে করেই ফিরে গিয়েছে আততায়ীরা৷ সেই সূত্রেই এ দিন ডায়মন্ড হারবারে পৌঁছন  তদন্তকারীরা৷ সেখান থেকেই অভিযুক্ত ওই মহিলা এবং তার ভাই ও ছেলেকে প্রথমে আটক করা হয়৷আজই তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। খুনের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


ধৃতদের সঙ্গে এই খুনের কী যোগ, তা অবশ্য এখনও স্পষ্ট করেনি পুলিশ৷ জানা গিয়েছে, কয়েক বছর আগে পর্যন্ত কাঁকুলিয়া রোডের ওই বাড়িতেই থাকতেন সুবীরবাবুর পরিবার৷ সেই সময় ওই বাড়িতেই পরিচারিকার কাজ করত অভিযুক্ত৷ পুলিশ সূত্রে খবর, আটক মহিলার বিরুদ্ধে এর আগেও অপরাধের অভিযোগ রয়েছে৷ ২০২০ সালে ভাই ও ছেলের সঙ্গে মিলে নিজের স্বামীকেই হাত পা বেঁধে খুনের চেষ্টা করে বলে অভিযোগ৷ তখন তাকে গ্রেফতারও করা হয়েছিল৷ 

Related posts

সদ্য সুযোগ পেয়েছিলেন পিজিতে, যোগ দেওয়ার আগেই লরির চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু তরুণ চিকিৎসকের

আশাকর্মীদের বিক্ষোভ ও আইএসএফের সভা, জোড়া কর্মসূচিতে স্তব্ধ শহরের গতি

‘সুভাষিণী’ থেকে ‘ইরাবতী’, বাংলার কৃষিতে নতুন দিগন্ত! বিজ্ঞানীদের সাফল্যকে কুর্নিশ মমতার