কর্নাটকের ২২৪ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রী মোদীর

বুধবার সকাল ৭টা থেকে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের কাছে বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্য জুড়ে ৫৮ হাজার ৫৪৫টি ভোট কেন্দ্রে মোট ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটাররা ২ হাজার ৬১৫জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন।

ভোটারদের মধ্যে ২ কোটি ৬৭ লক্ষ ২৮ হাজার ৫৩ জন পুরুষ, ২ কোটি ৬৪ লক্ষ ৭৪ জন মহিলা এবং ৪ হাজার ৯২৭ জন অন্যান্য। প্রার্থীদের মধ্যে ২ হাজার ৪৩০ জন পুরুষ এবং ১৮৪ জন মহিলা ও এক জন প্রার্থী অন্য লিঙ্গের। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রাজ্যে এ বার নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার ৫৫৮ জন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে