কলকাতা: কসবার গুলি কাণ্ডে আলোচিত সেই স্কুটির খোঁজ অবশেষে পেল পুলিশ। ঘটনাস্থল থেকে মাত্র ১.৪ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় স্কুটিটি উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, স্কুটির চালক আগে থেকেই এলাকা রেইকি করেছিল।
তদন্তকারীরা অনুমান করছেন, কেউ কি স্কুটির চালকের জন্য অপেক্ষা করছিল? রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে চাইছে, ওই স্কুটির চালক কে ছিল।
স্কুটারের নম্বর পরীক্ষা করে দেখা গেছে, সেটি আদতে অন্য একটি স্কুটারের। অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজার এই স্কুটারটি বেশ কিছুদিন আগে এক ব্যক্তির কাছ থেকে কেনে। পরে স্কুটারের আসল নম্বর প্লেট পাল্টে ফেলা হয়। যাঁর কাছ থেকে গুলজার স্কুটারটি কিনেছিল, তাঁকে ইতিমধ্যে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
তদন্তকারীরা এর আগেই জানিয়েছেন, গুলজার হামলার মাত্র সাত দিন আগে একটি পুরোনো স্কুটার কিনেছিল। বিক্রেতার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, কবে স্কুটারটি বিক্রি করেছিলেন, কত টাকায় বিক্রি হয়েছিল এবং নম্বর পাল্টানোর বিষয়ে কিছু জানতেন কিনা।
তদন্তকারীরা মনে করছেন, উদ্ধার হওয়া স্কুটির সূত্র ধরেই অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে। পুলিশের মতে, স্কুটির ব্যবহার এবং নম্বর প্লেট পরিবর্তনের পদ্ধতি দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত অপরাধ। এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ এবং স্থানীয় সূত্রের উপর ভিত্তি করে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ।