খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

খড়্গপুরে চলল গুলি, তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে ভেঙ্কট ওরফে প্রসাদ রাও নামে বছর চল্লিশের এক ব্যবসায়ীর। পশ্চিম মেদিনীপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ১০টা নাগাদ মাতা মন্দিরের কাছে দাঁড়িয়ে ছিলেন ভেঙ্কট। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে প্রসাদকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কট। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, ব্যবসা সংক্রান্ত বিষয়ে শত্রুতা থেকে খুন করা হয়ে থাকতে পারে ভেঙ্কটকে। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। কী কারণে এই ঘটনা, কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন :

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক

‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার

মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ

অতি বর্ষণে ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক