কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা, শোকবার্তা মমতার

ডেস্ক : কোভিডে আক্রান্ত হয়ে রবিবার মারা গেলেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। শরীরিক অবস্থার অবনতি হওয়ায় ২১ এপ্রিল তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল পৌনে দশটা নাগাদ মারা যান তিনি।

এই নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে করোনায় তিনজন প্রার্থীর মৃত্যু হল। এর আগে কোভিডে আক্রান্ত হয়ে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যু হয়। ওই দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।

ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট হয় খড়দায়। তার আগেই করোনা আক্তান্ত হন কাজলবাবু। শারীরিক অবস্থার অবিনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আডিতে ভর্তি করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। খড়দায় জেতার আশা জিইয়ে রাখলেও করোনার সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না কাজলবাবু।

দলের ‘একনিষ্ঠ’ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তূণমূল সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। সবে অক্লান্ত প্রচার শেষ করেছিলেন। আমরা তার অভাব অনুভব করব। পরিবারের প্রতি রইল সমবেদনা।

Related posts

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা