IPL-2022 : জয় দিয়ে আইপিএল অভিযান শুরু নাইট ব্রিগেডের

শনিবার সন্ধ্যায় আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে ব্যাটে বলে দাপট দেখিয়ে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেল নাইটরা।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইয়েলো ব্রিগেড। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ৪ টি বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডেভন কনওয়ে মাত্র ৩ রান করে আউট হয়ে যান।

রবিন উথাপ্পা ২৮ রান, আম্বাতি রায়াডু ১৫ রান, শিবম দুবে ৩ রান করে সাজঘরে ফেরেন। রবীন্দ্র জাডেজা ২৬ রান ও মহেন্দ্র সিং ধোনি ৫০ রান করে অপরাজিত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে উমেশ যাদব ২ টি, বরুণ চক্রবর্তী ১ টি, আন্দ্রে রাসেল ১ টি করে উইকেট নেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই।

এই রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার কলকাতার জয়ের পথ সহজ করে দেন। অজিঙ্কা রাহানে ৪৪ রান ও বেঙ্কটেশ আইয়ার ১৬ রান করে আউট হয়ে যান।

নীতিশ রানা ২১ রান, স্যাম বিলিং ২৫ রান করে সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার ২০ রান ও শেলডন জ্যাকসন ৩ রান করে অপরাজিত ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ডোয়েন ব্র্যাভো ৩ টি ও মিচেল স্যান্টনার ১ টি করে উইকেট নিয়েছেন। ১৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয়ের হাসি হাসল নাইটরা।

সংক্ষিপ্ত স্কোর :

চেন্নাই সুপার কিংস – ১৩১/৫ (২০)

কলকাতা নাইট রাইডার্স – ১৩৩/৪ (১৮.৩)

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক