প্রথম পাতা খবর কলকাতা বিমানবন্দরে ‘ওমিক্রন’ আতঙ্ক, বিশেষ নির্দেশিকা নবান্নর

কলকাতা বিমানবন্দরে ‘ওমিক্রন’ আতঙ্ক, বিশেষ নির্দেশিকা নবান্নর

290 views
A+A-
Reset

ওমিক্রন আতঙ্কে এবার প্রমাদ গুনছে বাঙালী। করোনার এই নয়া প্রজাতির মোকাবিলায় এবার তত্‍পর হল রাজ্য সরকার। এই সূত্র ধরেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ নির্দেশ দিল নবান্ন।

এখন থেকে ঢাকা ,সিঙ্গাপুর ও লন্ডন ফেরত যাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট এবং কোয়ারেন্টাইন বিধি বাধ্যতামূলক করার কথা ঘোষণা করল নবান্ন।

সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরে পা রাখলেই আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনের নিয়ম বিধি মেনে চলতেই হবে। একইসঙ্গে যাত্রীদের বিদেশভ্রমণ এর যাবতীয় রেকর্ডও খতিয়ে দেখা হবে। এরই পাশাপাশি বিমানবন্দরেই যাত্রীদের কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট পজিটিভ হলে যাত্রীকে কোয়ারেন্টাইনেও পাঠানো হবে।

সূত্রে আরও জানা যায়, লন্ডন, ঢাকা এবং সিঙ্গাপুরের মতো করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ শহরের সঙ্গে কলকাতার সরাসরি বিমান পরিষেবা রয়েছে। তাই এই জায়গাগুলি থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজর রাখা হবে। এই তিন শহর থেকে আসা যাত্রীদের কলকাতায় নামার সঙ্গে সঙ্গেই টার্মিনালে ৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে কোভিড টেস্টের রিপোর্টের জন্য। নেগেটিভ হলে তবেই বিমানবন্দরের বাইরে যেতে পারবেন তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.