বহুদিন পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রাক্তন দল কংগ্রেস এর ব্যাপারে এভাবে মুখ খুলতে দেখা গেল। শুধুমাত্র মুখ খোলাই নয়, মুম্বইয়ের মাটিতে বসে কংগ্রেসকে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় চূড়ান্ত সমালোচনায় বিদ্ধ করেন তিনি।
বুধবার মুম্বইয়ে সেখানকার বিশিষ্টজন ও বিদ্বজনেদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই কথা প্রসঙ্গে ওঠে দেশের জাতীয় দল কংগ্রেস এর প্রসঙ্গ। মমতার সামনে প্রশ্ন রাখা হয়েছিল, কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয় স্তরে শক্তিশালী বিরোধী জোট সম্ভবপর কিনা? কিংবা সব বিরোধী শক্তি এক না হলে বিজেপিকে পরাজিত করা সম্ভবপর কিনা?
প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমোর জবাব ছিল, তাঁর বিগত ৬-৭ বছরের পর্যবেক্ষণ অনুযায়ী দেখা যাচ্ছে, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঠিকমত লড়াইটাই করছে না। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন ত্রিপুরা, মেঘালয় কিংবা গোয়ার উদাহরণ। বাংলার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, গোয়াতে বিগত নির্বাচনে জনাদেশ পাওয়ার পরেও সরকার গড়তে ব্যর্থ কংগ্রেস। সেই সুযোগ কাজে লাগিয়েছে বিজেপি। এমনটা কেন হবে? আর এই কারণেই এবার কিছু জায়গায় কংগ্রেসকে বাদ রেখেই তাঁকে বিজেপি বিরোধী লড়াই এর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এদিন কংগ্রেসের যুবরাজ রাহুলকেও তীব্র সমালোচনায় বিদ্ধ করেন নেত্রী। নাম না করে মুম্বইয়ের শিল্পপতি সম্মেলনে মমতার মন্তব্য, “কেউ যদি বিদেশে গিয়ে বসে থাকেন, রাস্তায় নেমে লড়াই না করেন, তাহলে বাকিরা কেন বিজেপির টিআরপি বাড়তে দেবেন?