মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমান বিভ্রাট যেন সমার্থক হয়ে গিয়েছে। একাধিকবার আকাশপথে বিড়ম্বনার মধ্যে পড়েছে মুখ্যমন্ত্রীর বিমান। শেষবার গত ২মার্চ আবারও আকাশে থাকা কালীন মুঃখ্যমন্ত্রির বিমান বিপর্যয় ঘটে।
ইতিমধ্যেই বিমান বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় এক জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলাতেই কেন্দ্র সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট।
সোমবার এই মামলার শুনানিতে আদালত জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সংক্রান্ত নিরাপত্তায় ঠিক কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, সেটা আগামী এক মাসের মধ্যে হলফনামা জমা দিয়ে আদালতকে জানাতে হবে কেন্দ্রকে। সোমবার এই নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।