চিনে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, কী কারণে এই দুর্ঘটনা

বেজিং: চিনে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। জানা গিয়েছে, বিমানটি রওনা দেওয়ার খানিক ক্ষণ পর দক্ষিণ-পশ্চিম চিনের একটি গ্রামীণ এলাকায় সেটি ভেঙে পড়ে।

খবর ছড়ালো নেটমাধ্যামে
উঝোয় শহরের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে বিমানটিতে আগুন লেগে যায়। গোটা এলাকা কার্যত ধোঁয়া ঢাকা পড়ে যায়। বিমানটি যখন ভেঙে পড়ে আগুন ধরে যায়, সেই সময়কার ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে বিমানের সব যাত্রীই মারা গিয়েছেন।

কী কারণে দুর্ঘটনা
চিনের অসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, বিমানটি ঘণ্টাখানেকের বেশি আকাশে ছিল এবং ভেঙে পড়ার আগে বিমানটি গন্তব্যের কাছে পৌঁছে গিয়েছিল।
জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিট নাগাদ বিমানটির সর্বশেষ অবস্থান জানা গিয়েছিল। এটি আকাশের ৩২২৫ ফুট উঁচুতে অবস্থান করছিল।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার