ডেস্ক: আগামী ডিসেম্বরে হতে পারে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুরনিগমের নির্বাচন। কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোটের দিন স্থির করে বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। ১৯ ডিসেম্বর ভোট ও ২২ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল ঘোষণার জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ বড়দিনের আগেই তিন পুরনিগমের ভোটপ্রক্রিয়া মিটিয়ে ফেলার লক্ষ্য নেওয়া হচ্ছে। রাজ্যের বাকি যে পুরসভাগুলি আছে, সেগুলির ভোট নয়া বছরের জানুয়ারিতেই করা হতে পারে বলে ওই মহল থেকে দাবি করা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, আজ বিকেলে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন মদফতরের তরফে এই সংক্রান্ত চিঠি প্রথমে মেল করে ও পরে স্পেশাল মেসেঞ্জার মারফৎ কমিশনের দপ্তরে পাঠানো হয়। রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, মন্ত্রী দুই কর্পোরেশনের ভোটের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জানান কমিশনারকে। ভোটের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি ও নির্ঘণ্টর খসড়া চূড়ান্ত করা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
আরও পড়ুন: ‘এই জয় মানুষের জয়’, মমতা, কর্মীদের সংযত থাকার নির্দেশ অভিষেকের
রাজ্য নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘পুরভোটের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে আলোচনা হয়। এখন আলোচনা প্রাথমিক পর্যায়ে আছে।’