নতুন বছরের আগেই সুখবর! ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো

কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো। জোকা-বিবাদীবাগ মেট্রোর এই অংশটিতে ইতিমধ্যেই মেট্রো চালানোর জন্য মিলেছে কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমোদন।

জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর রয়েছে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। আপাতত সারাদিনে একটি ট্রেনই চালানো হবে। পরিষেবা চালু হওয়ার পর প্রাথমিকভাবে কাগজের টিকিট বিক্রি করা হবে। পরে টোকেন ব্যবস্থা চালু করা হবে।

মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। সেই নিরিখেই শনিবার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দুটো আউটপোস্টের উদ্বোধন হয়। একটি সখেরবাজারে। অন্যটি জোকায়। অনুষ্ঠানে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ কর্তারা।

প্রসঙ্গত, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। এই পথে মেট্রো চালু হলে এই রুটের যানজট যন্ত্রণা অনেকটাই কমবে বলে আশা করছেন অনেকেই। সুবিধা হবে বেহালার মানুষের পাশাপাশি অন্যান্য নিত্যযাত্রীদেরও। বাড়বে সুলভ ও সহজলভ্য গণপরিবহণের বিকল্প।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২