কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা! ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ

কলকাতা: বৃহস্পতিবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা! এ দিন সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ কালীঘাট ডাউন লাইনে আত্নহত্যার চেষ্টা করেন একজন। সাময়িক ভাবে মেট্রো বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল চলছে।

এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলছে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে, অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে