প্রথম পাতা খবর দোলযাত্রায় কলকাতা মেট্রোর সময়সূচিতে বদল

দোলযাত্রায় কলকাতা মেট্রোর সময়সূচিতে বদল

47 views
A+A-
Reset

আগামী ১৪ মার্চ দোলযাত্রার দিনে কলকাতা মেট্রোর পরিষেবা দেরিতে শুরু হবে। ব্লু লাইন (কবি সুভাষ-দক্ষিণেশ্বর), গ্রিন লাইন-১ (শিয়ালদহ-সেক্টর ফাইভ) এবং গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান-এসপ্ল্যানেড)-এ মেট্রো চলবে, তবে সাধারণ দিনের তুলনায় প্রথম মেট্রো অনেকটাই দেরিতে ছাড়বে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-দক্ষিণ করিডরে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২:৩০-এ। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬০টি মেট্রো চলবে।

শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো চলবে দুপুর ৩টেয় এবং পরিষেবা শেষ হবে রাত ৮টায়। এই রুটে আপ-ডাউন মিলিয়ে মোট ২২টি মেট্রো চালানো হবে, প্রতি ট্রেনের ব্যবধান থাকবে ৩০ মিনিট।

এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটেও একই নিয়ম অনুসরণ করা হবে। গ্রিন লাইন-২-তে ওইদিন ৪২টি ট্রেন চলবে। তবে দোলের দিন কবি সুভাষ-রুবি (অরেঞ্জ লাইন) এবং জোকা-বিবাদি বাগ (পার্পল লাইন)-এ কোনও মেট্রো চলবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.