ইডেনে কেকেআর ম্যাচ শেষে মাঝরাতে বিশেষ পরিষেবা মেট্রোর

কলকাতা: বৃহস্পতিবার ইডেনে নামবে কলকাতা নাইট রাইডার্স। সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। করোনাকাল কাটিয়ে তিন বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আইপিএল। এটাই এই মরশুমে ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচ। স্বভাবতই এই লড়াই ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মাঠ-ফেরতা দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

খেলার দিন দুয়েক আগেই শেষ প্রায় সমস্ত টিকিট। টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। ইডেনের সামনের রাস্তায় টিকিট-প্রত্যাশীদের ভিড়। যদি কোনো রকমে একটা টিকিট মেলে। চারদিকে শুধু কালো মাথার ভিড়।

বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার অর্থাৎ ৬ এপ্রিল, ১৪ এপ্রিল (শুক্রবার), ২৩ এপ্রিল (রবিবার), ৮ মে (সোমবার), ১১ মে (বৃহস্পতিবার) এবং ২০ মে (শনিবার) রাতের ম্যাচগুলি শেষে ইডেনে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রো। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে মেট্রো। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। একই সময়ে এসপ্লানেড থেকেই আরেকটি মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে।

স্মার্ট কার্ড এবং টোকেনের জন্য ওই সময় খোলা থাকবে টিকিট কাউন্টার। উল্লেখ্য, ২৯ এপ্রিল যেহেতু দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে ম্যাচ আছে, তাই সেদিন মধ্যরাতের পর বিশেষ মেট্রো চালানো হবে না।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে