Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুজোর আগেই বাংলায় নামফলক বাধ্যতামূলক, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা পুরসভা - NewsOnly24

পুজোর আগেই বাংলায় নামফলক বাধ্যতামূলক, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা পুরসভা

পুজোর আগেই কলকাতার সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় দেখা যাবে। চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা পুরসভা। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব দোকান, কোম্পানি, অফিস, রেস্তরাঁ, হোটেল, হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার—অর্থাৎ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। এমনভাবে তা টাঙাতে হবে যাতে সহজেই সবার চোখে পড়ে।

পুরসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির কপি পুরসভার ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, নির্দেশ অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে একাধিকবার অনুরোধ করা হলেও বহু প্রতিষ্ঠান নামফলক বাংলায় লেখেনি।

পুরসভার এক শীর্ষকর্তার দাবি, শহরে অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক সংস্থা ট্রেড লাইসেন্সের আওতায় রয়েছে। তাদের প্রত্যেককে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ভাষার এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কলকাতার অধিকাংশ মানুষ বাংলায় লিখতে ও বলতে স্বচ্ছন্দ, তাই জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেয়র ফিরহাদ হাকিম গত কয়েক মাস ধরে নিয়মিত আবেদন করেছেন যাতে সব প্রতিষ্ঠান নামফলক বাংলায় লেখেন। এদিন পুরকর্তারা জানান, পুরসভার মাসিক অধিবেশনে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই নিয়ম চালু করতে আর কোনও বাধা নেই।

পুরসভার এক আধিকারিক বলেন, “যে সংস্থা নিয়ম মানবে না, তাদের সাইনবোর্ড ফেলে দেওয়ারও ব্যবস্থা করা হতে পারে।”

অর্থাৎ, পুজোর আগেই কলকাতার সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় বাধ্যতামূলকভাবে দেখা যাবে বলেই আশা করছে পুরসভা।

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা